রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কোরিয়ান পণ্যের সমাহার দেখতে বসুন্ধরায় ভিড়

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শেষ হলো শোকেজ কোরিয়া। কোরিয়ান কোম্পানির বাজারজাত করা বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের এ মেলার দ্বিতীয় ও শেষ দিনে ছিল দর্শনার্থীদের ভিড়। মেলা উপলক্ষে বিভিন্ন পণ্যের ওপর বিশেষ ছাড় দিয়ে বিক্রি হয়েছে। রাজধানীবাসীর কাছে বিশেষ আকর্ষণে পরিণত হয়েছিল এই মেলা।

গতকাল মেলায় গিয়ে দেখা গেছে, প্রদর্শনীতে বিভিন্ন ধরনের কোরিয়ান সামগ্রীর বাংলাদেশি আমদানিকারক এবং পরিবেশকরা অংশ নিয়েছেন। এ প্রদর্শনীর মূল আকর্ষণ ছিল সর্বাধুনিক ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক পণ্য। বিশেষ করে স্যামস্যাং মোবাইল কোম্পানি তাদের বিশাল সংগ্রহ নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছিল। প্রতিটি মোবাইল ফোনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়। এতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এর বাইরে ছিল মেলায় সর্বাধুনিক ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক পণ্য, মোটরগাড়ি, টেক্সটাইল এবং অন্যান্য মেশিনারি সরঞ্জাম ও আনুষঙ্গিক উপকরণ, প্রসাধনী, এলিভেটর, জেনারেটর, খাদ্য ও পানীয় ছাড়াও আরও অনেক কিছু। শুধু মোবাইল কিনতে নয় এখানে কোরিয়ায় উৎপাদিত মোটরগাড়িও প্রদর্শন করা হয়।

আধুনিক এলিভেটর নিয়ে হাজির ছিল কোরিয়ান একাধিক কোম্পানি। বিদ্যুৎ উৎপাদনের সোলার প্যানেল প্রদর্শন করা হয়েছে। এরা মাত্র ৩০ হাজার টাকায় বাসায় গিয়ে সোলার প্যালেন স্থাপন করে দিচ্ছে।

এসব সোলার প্যানেল স্থাপন করে কয়েক বছর পর্যন্ত নেওয়া যাবে ওয়ারেন্টি ও সার্ভিসিং সুবিধা। বাংলাদেশি উদ্যোক্তাদের উৎপাদিত রপ্তানি পণ্যের বিশাল সমাহার ছিল। বাংলাদেশের ইপিজেডে উৎপাদিত হয় কিন্তু বিশ্বের নামকরা সব ব্র্যান্ডের জুতা, জ্যাকেট শার্টসহ বিভিন্ন পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি হয়েছে।

কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ মেলায় দুই দেশের ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হয়েছিল। আয়োজক প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট শাহাব উদ্দিন খান বলেন, কোরিয়া-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি রয়েছে। এই ঘাটতি কমাতে আমাদের প্রদর্শনী বিশেষ ভূমিকা রাখবে। শোকেজ কোরিয়া দুই দেশের ব্যবসায়ীদের মেলবন্ধন ঘটাবে। বিশ্বখ্যাত কোরিয়ান ৪০টি কোম্পানি এ প্রদর্শনীতে অংশ নেয়।

সর্বশেষ খবর