সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

অ্যাকর্ডের কার্যক্রম বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক

পোশাক কারখানা পরিদর্শনে ইউরোপীয় ক্রেতাদের জোট ‘অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ’ কার্যক্রম অনুমোদন ছাড়া আরও তিন বছর বাড়ানোর ক্ষেত্রে সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। একটি রিটের প্রাথমিক শুনানি করে গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। রিটের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মেহেদী হাসান চৌধুরী ও ইমতিয়াজ মঈনুল ইসলাম। ইমতিয়াজ মঈনুল ইসলাম সাংবাদিকদের জানান, সরকার, মালিকপক্ষ ও শ্রমিকদের অনুমোদন না নিয়ে অ্যাকর্ড চলতি বছরের ২১ জুন তাদের কার্যক্রমের মেয়াদ তিন বছর বাড়ায়।  এর বিরুদ্ধে রিট আবেদনের পর আদালত রুলসহ তিন বছর  মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করেছে।

রুলে সরকার, মালিকপক্ষ ও শ্রমিকদের অনুমোদন না নিয়ে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া হয়েছে।

২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশি কারখানা পরিদর্শনে ইউরোপীয় ২২৮টি ক্রেতার সমন্বয়ে গঠিত জোট হচ্ছে অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ।

সর্বশেষ খবর