সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

জবিতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তদন্ত কমিটি পরীক্ষা বাতিল দাবি

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আইন বিভাগের অধ্যাপক ড. সরকার আলী আক্কাসকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে প্রশাসনকে ২৪ ঘণ্টা আলটিমেটাম দিয়েছে প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা। নইলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।

গতকাল দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি এম এম মুজাহিদ অনিক বলেন, প্রশ্নপত্র ফাঁস তথা জালিয়াতিকে সাজেশন বলে অস্বীকার করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফাঁসকৃত প্রশ্নের পরীক্ষা বাতিল করে বিশ্বাসযোগ্য তদন্ত কমিটির মাধ্যমে প্রশ্নপত্র জালিয়াতিতে জড়িত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সর্বশেষ খবর