মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বগুড়ায় বসুন্ধরা সিমেন্টের স্থায়িত্ব বিষয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক

কনক্রিটের নির্মাণ স্থায়িত্ব বিষয়ে গত রবিবার বগুড়ায় সেমিনার করেছে বসুন্ধরা সিমেন্ট। এতে বক্তারা উন্নতমানের কনক্রিট নির্মাণের দিকনির্দেশনা, অধিকতর শক্তির কনক্রিটে স্ল্যাগের ব্যবহার, কনক্রিটের স্থায়িত্বের ওপর এডমিক্সারের ভূমিকা, উত্কৃষ্ট মানের সিমেন্ট নির্বাচন প্রক্রিয়া ও রাসায়নিক গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। মম ইন হোটেলে ‘বিল্ড বাংলাদেশ উইথ সাস্টেইনেবল কনক্রিট’ শীর্ষক এই টেকনিক্যাল সেমিনারে বগুড়া জেলার বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত কনসালটিং হাউসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। তিন পর্বের সেমিনারে বক্তব্য দেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির পুরকৌশল এবং পরিবেশ বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মো. তারেক উদ্দিন, বসুন্ধরা সিমেন্টের কারিগরি সহায়তা বিভাগের ডিজিএম প্রকৌশলী সরোজ কুমার বড়ুয়া, মো. জিয়ারুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক আশিক আহমেদ প্রমুখ।

বক্তারা সেমিনারে আরও বলেন, বসুন্ধরা সিমেন্টের গুণগত মান ও অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা রয়েছে। বক্তারা বাংলাদেশের বিভিন্ন বৃহৎ প্রকল্পে বসুন্ধরা সিমেন্টের ব্যবহারে সন্তোষ প্রকাশ করেন। তারা সিমেন্ট শিল্পে বসুন্ধরা সিমেন্টের সার্বিক সাফল্য কামনা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর