মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

আজ মালেক উকিলের ৩০তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

আজ মালেক উকিলের ৩০তম মৃত্যুবার্ষিকী

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর জননেতা আবদুল মালেক উকিলের আজ ৩০তম মৃত্যুবার্ষিকী। দেশ, জনগণ ও দলের সেবায় নিবেদিত এবং সততা ও নীতিনিষ্ঠায় অবিচল এই রাজনীতিক ১৯৮৭ সালের এইদিনে হূদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় ইন্তেকাল করেন। তাকে নোয়াখালী শহরে দাফন করা হয়। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আবদুল মালেক উকিলের জন্ম নোয়াখালীর রাজাপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষে তিনি আইন পেশায় আত্মনিয়োগ করেন। তরুণ বয়সেই তিনি পূর্ব পাকিস্তান আইনসভার সদস্য (এমএলএ) নির্বাচিত হন। পরবর্তীকালে প্রাদেশিক আইন পরিষদে বিরোধী দলের নেতা হিসেবে নিজের দক্ষতা ও প্রজ্ঞায় স্বনামখ্যাত হন। সামরিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তিনি বেশ কয়েকবার কারাবরণ করেন। তার স্মরণে আজ কেন্দ্রীয় ও নোয়াখালী আওয়ামী লীগ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর