মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

দনিয়ায় উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আধুনিকতম সুযোগ-সুবিধা নব-সংযুক্ত ইউনিয়নগুলোতেও নিশ্চিত করা হবে— ঘোষণা দিয়ে ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গতকাল দনিয়া ইউনিয়নের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন। এ কাজে ১২৪ কোটি টাকা ব্যয় হবে। উন্নয়ন কাজগুলোর মধ্যে রয়েছে সড়ক ও অবকাঠামো নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, এলইডি বাতি স্থাপন ইত্যাদি। মেয়র শনিরআখড়া আরএস শপিং কমপ্লেক্সের সামনে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এমপি  আলহাজ হাবিবুর রহমান মোল্লা, প্রধান প্রকৌশলী ফরাজী শাহাবুদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক বোরহান আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজী মনিরুল ইসলাম মনু, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা এবং করপোরেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দনিয়া প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে মেরাজ নগর, আবদুল্লাহপুর, গোবিন্দপুর, কুতুবখালী, কাজলা, রায়েরবাগ, পলাশপুর, স্মৃতিধারা আবাসিক এলাকা, পাটেরবাগ, শনিরআখড়া, নূরপুর ব্যাংক কলোনি, নূরবাগ মসজিদ এলাকা, নাসির উদ্দিন রোড, দনিয়া প্রধান সড়ক, তিতাস গ্যাস রোড, মেডিহোপ হসপিটাল রোড, জুরাইন সুইট স্টোর রোড, হাবিবুর রহমান মোল্লা রোড এবং রায়েরবাগ প্রধান সড়ক এলাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর