মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বিদেশ যেতে সঙ্গে ১০ হাজার টাকা নেওয়া যাবে

নিজস্ব প্রতিবেদক

বৈদেশিক আগমন ও বহির্গমনের ক্ষেত্রে নগদ টাকা বহনের পরিমাণ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদেশ যেতে এখন থেকে যাত্রীরা নিজের সঙ্গে ১০ হাজার টাকা নগদ নিতে পারবেন। বিদেশ থেকে আগমনকালেও একই পরিমাণ বাংলাদেশি মুদ্রা সঙ্গে রাখতে পারবেন।

গতকাল বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশ থেকে বাংলাদেশে আগমনকালে ও বাংলাদেশ থেকে বহির্গমনকালে বহনযোগ্য বাংলাদেশি মুদ্রার পরিমাণ মাথাপিছু ১০ হাজার টাকায় উন্নীত করা হলো। ২০১৪ সালের প্রজ্ঞাপন অনুযায়ী মাথাপিছু এই অর্থ বহনের পরিমাণ ছিল ৫ হাজার টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর