মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শাহজালালে দেড় কেজি সোনাসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেড় কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। ওই যাত্রীর নাম মোজাফফর হোসেন রিপন। রবিবার রাতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি গাজীপুরের কালীগঞ্জ থানার জামালপুরে। জানা গেছে, মোজাফফর একজন নির্মাণ ঠিকাদার ব্যবসায়ী। তিনি গত ১০ মাসে ১৫ বার বিদেশ ভ্রমণ করেছেন। ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে-৫৮৪) ঢাকায় আসেন মোজাফফর। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেটে স্কচটেপে পেঁচানো অবস্থায় ১২ পিস সোনার বার ও ১০৫ গ্রাম সোনার অলঙ্কার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৪৯৭ গ্রাম। জব্দকৃত সোনার মূল্য প্রায় ৭৪ লাখ ২৫ হাজার টাকা।

এদিকে, গতকাল দুপুরে মালয়েশিয়া থেকে মালিন্দ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ওডি-১৬৪) ঢাকায় আসা দুই যাত্রীর কাছ থেকে ২৫০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। ওই দুই যাত্রীর নাম মনিরুল হাসান ও রোকনুজ্জামান ভুঁইয়া। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তারা ধরা পড়েন। জব্দ সিগারেটের মূল্য প্রায় ৫ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর