মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

‘জাতিসংঘ উইমেন গিল্ড’ ক্যালেন্ডার শিল্পী রানু ফেরদৌস

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের দরিদ্র শিশুদের কল্যাণে কর্মরত ‘জাতিসংঘ উইমেন্স গিল্ড’র ৭০ বছর পূর্তির ক্যালেন্ডারের প্রচ্ছদ এঁকেছেন বাংলাদেশি-আমেরিকান রানু ফেরদৌস। জাতিসংঘ সদর দফতরের নিকটে কুইন্স গ্রুপের পরিচালক রানু ফেরদৌস বক্তিগতভাবে আর্টিস্ট না হয়েও মানবতার কল্যাণকর ছবি আঁকার চেষ্টা করেন। এর আগেও রানুর আঁকা ছবি স্থান পেয়েছিল ২০০৫ ও ২০০৯ সালের ক্যালেন্ডারে। খবর এনআরবি নিউজের।

২০১৮ সাল হবে এই সংস্থার ৭০ বছর পূর্তি। সে উপলক্ষে প্রকাশিত বিশেষ এই ক্যালেন্ডারের মূল্য ধার্য করা হয়েছে ১২ ডলার। তা বিক্রি হচ্ছে জাতিসংঘ সদর দফতরের ভিজিটর্স এলাকায় উইমেন গিল্ডের নিজস্ব দোকানে। এই দোকানের আয়ের সমুদয় অর্থ প্রদান করা হয় দরিদ্র শিশুদের।

রানু ফেরদৌস এ প্রসঙ্গে এ সংবাদদাতাকে বলেন, ‘উইমেন গিল্ডে’র অনুদান পেয়েছে বাংলাদেশের ফারিয়া লারা ফাউন্ডেশন, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন, উৎস বাংলাদেশ-সহ কয়েকটি সংস্থা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর