বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

স্বাধীনতাবিরোধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতাবিরোধী ব্যক্তি ও দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল। তিনি বলেন, বর্তমান সংসদে থাকা দলগুলোর প্রতিনিধি নিয়ে নির্বাচনকালীন সরকারের অধীনে একাদশ সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে। গতকাল সংগঠনের কলাবাগানের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

এসময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্তিত ছিলেন।

এম এ আউয়াল আরও বলেন, বিএনপি ও জামায়াত দেশকে অস্থিতিশীল করার নতুন করে ষড়যন্ত্র করছে। তারা আবারও অবৈধ সরকারকে ক্ষমতায় আনার পাঁয়তারা করছে। উন্নয়নের মহাসড়কে থাকা দেশকে পিছিয়ে দিতে বিএনপি-জামায়াত তৎপরতা চালাচ্ছে। তিনি বলেন, উন্নয়নের স্বার্থেই জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে হবে। জামায়াত নেতাদের গ্রেফতারের পর তারা হরতাল ডেকেছিল। তাদের হরতালে বিএনপি সমর্থন দিয়েছিল। আর বিএনপি-জামায়াতের হরতাল দেশবাসী প্রত্যাখ্যান করে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর