বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

রাজশাহীতে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বিভিন্ন উপজেলা ও নগরীতে কর্মরত সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল নগরীর মাস্টার সেফ কমিউনিটি সেন্টারের করফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত কর্মশালায় রাজশাহী নগরী ও বিভিন্ন উপজেলায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পাণ্ডে প্রথম দিন সেশন পরিচালনা করেন।

এর আগে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মাহাবুবর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি কাজী শাহেদ। আরইউজের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পাণ্ডে ও পিআইবির রিপোর্টার এবং প্রশিক্ষণ সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুণ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর