বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বিপদে মানুষের পাশে না দাঁড়ালে মনুষ্যত্ব থাকে না

--------- ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

বিপদে মানুষের পাশে না দাঁড়ালে মনুষ্যত্ব থাকে না। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) একটি পরিবার, একটি টিম। ডিএমপির কোনো সদস্য আহত বা নিহত হলে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। ওসি সালাউদ্দিন, এসি রবিউলের পরিবারকে আমরা ১ কোটি ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছি। তেমনি ডিএমপির উত্তরখান থানার ওসি সিরাজুল ইসলাম কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করায় তার পরিবারকে ৫ লাখ টাকা প্রদান করা হয়েছে। গতকাল ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।

ডিএমপি সদর দফতরে ওসি সিরাজুল ইসলামের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আরও বলেন, টাকার পরিমাণ যাই হোক না কেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্যরা যে তাদের সহকর্মীর পরিবারের পাশে দাঁড়িয়েছে সেজন্য বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই। এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি মতিঝিল থানার ওসি ওমর ফারুক, সাধারণ সম্পাদক তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রসঙ্গত, ফরিদপুরের আলফাডাঙ্গা থানার হেলেঞ্চা গ্রামে জন্মগ্রহণকারী সিরাজুল ইসলাম ১৯৮৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ৫ জুলাই কর্তব্য পালন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর