বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

জাতীয় কবির জীবনভিত্তিক তথ্যচিত্র প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

জাতীয় কবির জীবনভিত্তিক তথ্যচিত্র প্রদর্শনী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালির জীবনে আলোকবর্তিকারূপেই ধরা দিয়েছিলেন। বহুমাত্রিক গুণের অধিকারী এই কবির জীবন থেকে অনেক কিছুই শেখার আছে। আর সে লক্ষ্যেই নজরুল ইনস্টিটিউটের সংগ্রহ থেকে কবির জীবনভিত্তিক তথ্যচিত্র ‘নজরুল জীবন পরিক্রমা’ নির্মাণ করেছেন পশ্চিমবঙ্গের নির্মাতা মজিবুর রহমান। গতকাল জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে তথ্যচিত্রটির ডিভিডির মোড়ক উন্মোচন ও প্রদর্শন করা হয়। প্রদর্শনী উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। নজরুল ইনস্টিটিউট বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইমেরিটাস প্রফেসর ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী ও স্বাগত বক্তব্য রাখেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক ভূঞা। উদ্বোধনকালে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, কাজী নজরুল ইসলামকে নিয়ে একাধিক তথ্যচিত্র নির্মিত হওয়া প্রয়োজন। কারণ, নজরুলের সৃষ্টির বৈচিত্র্য ও ব্যাপকতা ফুটিয়ে তোলা কেবল একটি তথ্যচিত্রের মাধ্যমে সম্ভব নয়। তাছাড়া একেকজন নির্মাতা তার নিজস্ব দৃষ্টিকোণ ও দৃষ্টিভঙ্গি থেকে তথ্যচিত্র নির্মাণ করে থাকেন। সেই সঙ্গে নজরুলকে নিয়ে নিয়মিত আন্তর্জাতিক সম্মেলন করা দরকার। এতে বিদেশে বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। সভাপতির বক্তব্যে ইমেরিটাস প্রফেসর ড. রফিকুল ইসলাম বলেন, আমরা যত কথা বলি, কাজে ততটা রূপান্তরিত করতে পারি না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর