বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সীমা হত্যা মামলার আপিল শুনানির জন্য গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সূত্রাপুরের রূপা সরকার সীমা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি এ কে এম আবদুল হাকিম এবং বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এ মামলার বিচারিক আদালতের নথি তলব করা হয়েছে। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান রুবেল। তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে ২০১১ সালের ১৮ আগস্ট সূত্রাপুরে শ্বশুরবাড়িতে খুন হন গৃহবধূ রূপা সরকার সীমা।

এ ঘটনায় সীমার স্বামী সাগর দে, দেবর সুমন দে, শাশুড়ি মায়ারানী, মামাতো দেবর হৃদয় লাল দে ও তার বান্ধবী রুনা ইসলাম লাভলীকে আসামি করে থানায় মামলা করা হয়। তদন্ত করে সীমার স্বামী ও দেবরকে বাদ দিয়ে আদালতে চার্জশিট দেয় পুলিশ। বিচার শেষে গত ৮ মে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহমেদ নিহত সীমার শাশুড়িকে খালাস, লাভলীকে এক বছর ও হৃদয়কে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ হাই কোর্টে আপিল করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর