বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শাহজালালে কোটি টাকার সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গতকাল সকালে মালয়েশিয়া থেকে আনা সন্দেহজনক পণ্যের চালান থেকে ১ হাজার ৯২০ কার্টন আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করা হয়। এয়ারফ্রেইট ইউনিটে হাউসহোল্ড সামগ্রীর আড়ালে সিগারেটগুলো আনা হয়েছিল। কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, জব্দ করা সিগারেটগুলো ব্ল্যাক ব্র্যান্ডের। চালানটির আমদানিকারক মারুন এন্টারপ্রাইজ। ঠিকানা ডিআইটি বাড্ডার ১০ নম্বর সড়কের ২৪ নম্বর বাড়ি। পণ্য চালানটির ইনভয়েসে হাউসহোল্ড ঘোষণা থাকলেও বাস্তবে সিগারেট পাওয়া গেছে। সাম্প্রতিককালে শাহজালালে এটি সবচেয়ে বড় সিগারেটের চালান।

এদিকে, শাহজালালে সোমবার রাতে এক যাত্রীর ব্যাগের ভিতর রাখা পত্রিকার ভাঁজে ভাঁজে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৬০ হাজার সৌদি রিয়াল জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১২ লাখ ৭২ হাজার টাকা। ওই যাত্রীর নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। চলতি বছরে তিনি ১৮ বার বিদেশ ভ্রমণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর