বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ডিএনসিসি’র অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে উত্তরার সোনারগাঁও ও হাউজ বিল্ডিং থেকে খাল পাড় পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ডিএনসিসি সূত্রে জানা যায়, সোনারগাঁও এর দুইপাশে প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। ফুটপাথ ও রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখায় উত্তরা স্কয়ারকে ১ লাখ টাকা এবং নন্দন কাননকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ফুটপাথ দখল করে সিঁড়ি নির্মাণ করায় কেএফসি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান ও ডিএনসিসির ১ নম্বর জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা খালিদ আহমেদ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর