বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সচিবসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

নিজস্ব প্রতিবেদক

আদালতের আদেশের পরও ১৩ মুক্তিযোদ্ধাকে নিয়মিতভাবে ভাতাসহ বিভিন্ন সুবিধা না দেওয়ার অভিযোগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। গতকাল বিচারপতি কাজী  রেজা-উল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। সচিবের পাশাপাশি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক ও পরিচালক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (আইন) ও যুগ্মসচিবের (অর্থ) বিরুদ্ধে রুল জারি করা হয়েছে। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

 জানা গেছে, রাজশাহীর মুক্তিযোদ্ধা ফজলুল হকসহ ১৩ মুক্তিযোদ্ধার করা আবেদনের পর হাই কোর্ট ২১ মার্চ তাদের ভাতা ও অন্যান্য সুবিধা নিয়মিতভাবে পরিশোধ করার আদেশ দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর