বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ইংরেজি বিষয়ের ক্লাস ইংরেজিতেই নিতে হবে

নিজস্ব প্রতিবেদক

দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজে ইংরেজি বিষয়ের ক্লাস ইংরেজিতেই পরিচালনার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এ ছাড়া, প্রত্যেক শিক্ষার্থীকে দেশপ্রেমিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গমড় তোলার জন্য নৈতিক শিক্ষা প্রদান ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গল্প  শোনাতে হবে শিক্ষকদের।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরিতে ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র’ (১৫ খণ্ড) রাখতে হবে।

এ ছাড়া, মাল্টিমিডিয়া ব্যবহার করে ক্লাস পরিচালনা, ইন-হাউস ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রশিক্ষণের ব্যবস্থা, শিক্ষাঙ্গনকে সবুজায়ন করা এবং জাতীয় শুদ্ধাচার কৌশল অনুশীলন করতে নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর