বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সব নিয়োগ বন্ধ রাখার নির্দেশ কবি নজরুলের উপাচার্যকে

নিজস্ব প্রতিবেদক

ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শামসুর রহমানকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিয়োগ বাণিজ্যের সংবাদ প্রকাশের পর এসব অভিযোগের ব্যাখ্যা জানাতে বলা হয়েছে ইউজিসিকে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নিয়োগ বন্ধ রাখতে বলা হয়েছে।

গতকাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এ লিখিত নির্দেশনা পাঠিয়েছে।

এ ব্যাপারে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, নিয়োগ বাণিজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বঙ্গভবন থেকে জানানো হয়েছে তিনি রাষ্ট্রপতির আত্মীয় নন। আমরা এসব বক্তব্য গুরুত্বসহকারে নিয়ে রেজিস্ট্রার বরাবর একটি চিঠি পাঠিয়েছি। চিঠিতে উপাচার্যকে এসব অভিযোগের ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়ার জন্য সব রকম নিয়োগ বন্ধ রাখতে বলেছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর