রবিবার, ২২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

পোলিও নির্মূলে ভূমিকা রাখছে রোটারি ইন্টারন্যাশনাল

নিজস্ব প্রতিবেদক

পোলিও নির্মূলে বিশ্বব্যাপী ভূমিকা রাখছে রোটারি ইন্টারন্যাশনাল। রোটারিসহ অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতায় তিনটি দেশ ছাড়া সারা বিশ্ব থেকে পোলিও নির্মূল হয়েছে। পোলিও দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

রোটারি গভর্নর এফ এইচ আরিফ, সাবেক গভর্নর জালাল ইউ আহমেদ, জয়নুল আবেদিন, সেলিম রেজা, রোটারি মিডিয়া কমিটির চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী, ধানমন্ডি সেন্ট্রাল রোটারির সভাপতি ডা. মনোয়ার হোসেন প্রমুখ এতে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এখন শুধু আফগানিস্তান, পাকিস্তান ও নাইজেরিয়ায় পোলিও রোগী রয়েছে। এসব দেশ থেকেও পোলিও নির্মূলে প্রচেষ্টা চলছে।

সর্বশেষ খবর