মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

পারভেজ আহমেদের আইনজীবী সনদ বাতিল

নিজস্ব প্রতিবেদক

ব্যারিস্টার পরিচয়ধারী বিএনপি সমর্থক আইনজীবী পারভেজ আহমেদের আইনজীবী সনদ বাতিল করে তাকে আইন পেশা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ সিদ্ধান্ত জানানো হয়। ঢাকা আইনজীবী সমিতির সদস্য পারভেজ আহমেদের বিরুদ্ধে ব্যারিস্টার না হয়েও নিজেকে ব্যারিস্টার ও সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

পারভেজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যারিস্টার না হয়েও ব্যারিস্টার পরিচয় দিয়ে বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় টকশোতে অংশ নেন। তিনি ব্যারিস্টার হিসেবে ভিজিটিং কার্ড ছাপিয়েছেন। একইভাবে তিনি ঢাকা আইনজীবী সমিতির সদস্য হলেও সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে পরিচয় দেন। অসত্য পরিচয় দিয়ে আইনজীবীদের সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। জনগণকে প্রতারিত করছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন বার কাউন্সিলে এ অভিযোগ দাখিল করেন। ‘ভুয়া পরিচয়ে টকশোতে অংশ নিয়ে অসদাচরণ করেছেন’—এ অভিযোগ পাওয়ার পর বার কাউন্সিলের ট্রাইব্যুনাল বিষয়টি আমলে নিয়ে খতিয়ে দেখে। এরপর পারভেজ আহমেদকে স্থায়ীভাবে আইন পেশা থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। এর আগে আরেক আইনজীবীর দাখিল করা একই অভিযোগে পারভেজ আহমেদকে আইন পেশা থেকে ১০ বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল।

সর্বশেষ খবর