সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বাংলাদেশ প্রতিদিনে গত ১ নভেম্বর ‘মানহীন পণ্যে সয়লাব সারা দেশ’ ও ‘বিএসটিআইর টোকেন বাণিজ্য তুঙ্গে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। পরিচালক (সিএম) প্রকৌশলী এম এ ইসাহাক মিয়া স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়েছে, বিএসটিআই পণ্যের গুণগত মান পরীক্ষা-নিরীক্ষা করে মানসম্মত পণ্যের অনুকূলে লাইসেন্স প্রদান করে। যেসব প্রতিষ্ঠান লাইসেন্স গ্রহণ না করে পণ্য বাজারজাত করে তাদের বিরুদ্ধে বিএসটিআই নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা ও সার্ভিলেন্স কার্যক্রমের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। প্রকাশিত প্রতিবেদনে বিএসটিআই কর্তৃক টোকেনের মাধ্যমে চাঁদা আদায়ের অভিযোগ মনগড়া ও ভিত্তিহীন। বিএসটিআই দফতরে ডেকে এনে মাসোয়ারা বা অন্য কোনো অবৈধ চুক্তি সম্পন্নের বিষয়টিও অসত্য।

প্রতিবেদকের বক্তব্য : উপযুক্ত তথ্য-উপাত্তের ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল।

সর্বশেষ খবর