শিরোনাম
বুধবার, ৮ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয়ে আয়কর ব্যবস্থাপনা বিষয়ে কোর্স চালু সময়ের দাবি

—— ইউজিসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে আয়কর ব্যবস্থাপনা বিষয়ে কোর্স চালু করা এখন সময়ের দাবি। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোতে আয়কর ব্যবস্থাপনা বিষয়ে কোর্স চালুর বিষয়টি ইতিবাচক। এ বিষয়ে প্রস্তাব করলে ইউজিসি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে। গতকাল ইউজিসির সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের এক মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। শেরে বাংলা নগরে জাতীয় রাজস্ব বোর্ডের নিজস্ব ভবনে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব ড. আবদুর রউফ। বক্তব্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান মো. নজিবুর রহমান।

সর্বশেষ খবর