বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

খালেদা জিয়া ভূতের সরকার প্রতিষ্ঠা করতে চান : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে একটি ভূতের সরকার প্রতিষ্ঠা করতে চান। তিনি কখনো সহায়ক সরকার, কখনো নির্দলীয় সরকারের কথা বলছেন। তিনি কার্যত দেশে একটি ভূতের সরকারের অধীনে নির্বাচন করার কথা বলছেন। তিনি একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করতে চান।’ গতকাল সচিবালয়ে নিজ দফতরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি আশা করেছিলাম বিদেশ থেকে ফিরে আদালতে এবং সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়া তার ভাষণে আগুনসন্ত্রাস, মানুষ পোড়ানো, রাজাকারদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য জাতির কাছে মাফ চাইবেন। আশা করেছিলাম রাজনীতি থেকে জামায়াত ও জঙ্গি প্রত্যাহারের ঘোষণা দেবেন। নির্বাচন নিয়ে আরও গঠনমূলক কথা বলবেন। তবে সে আশা পূরণ হয়নি। উনি জাতির কাছে মাফ চাননি এবং রাজাকার ও জঙ্গিদের প্রত্যাহারের ঘোষণা দেননি। খালেদা জিয়া উল্টো সামরিক বাহিনী, মানুষ পোড়ানো, টাকা পাচারকারী, জঙ্গি-সন্ত্রাস এবং ছেলে ও পরিবার-পরিজনদের পক্ষে সাফাই গেয়েছেন।’তিনি আরও বলেন, ‘২০০৮ সাল থেকে খালেদা জিয়া অস্বাভাবিক পথে হাঁটছেন। এখনো তিনি সেই পথেই আছেন। উনি বদলাননি, শোধরাননি।’

 সেজন্যই পরিষ্কারভাবে বলেছেন, শেখ হাসিনার অধীনে, সংবিধানের অধীনে তিনি নির্বাচন করবেন না। তিনি এত দিন যে ষড়যন্ত্র ও চক্রান্তের রাজনীতির পথে হেঁটেছেন, এখনো সে পথেই আছেন।’

শেখ হাসিনাকে মাফ করে দেওয়ার ঘোষণাকে বছরের ‘সেরা রাজনৈতিক কৌতুক’ হিসেবে অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, ‘মাফ তো চাইবেন বেগম জিয়া। মানুষ পোড়ানোর জন্য, শেখ হাসিনাকে হত্যার চক্রান্তের জন্য। মাফ চাইবেন আহছান উল্লাহ মাস্টার ও শাহ এ এম এস কিবরিয়াকে হত্যার জন্য, জঙ্গিদের লালন ও রাজাকার পোষার জন্য।’

তিনি বলেন, ‘উনি (বেগম জিয়া) বলেছেন শেখ হাসিনার সরকার প্রতিহিংসার রাজনীতি করছে। আমি পরিষ্কার বলতে চাই শেখ হাসিনার সরকার প্রতিহিংসার রাজনীতি করছে না; বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশকে উত্তরণের রাজনীতি করছে।’

সর্বশেষ খবর