বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক

মুফতি হান্নানের গ্রেফতারে বাবর বিরক্ত হয়েছিলেন

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। শুনানিতে রাষ্ট্রপক্ষে প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বলেন, ২০০৫ সালে জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নানকে গ্রেফতারের পর তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর বিরক্ত হয়েছিলেন এবং তাকে নিয়ে ২১ আগস্টের হামলার বিষয়ে পদক্ষেপ নিতে নিষেধ করেছিলেন। এই মামলায় র‌্যাবের সাবেক এক প্রধানের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি উদ্ধৃত করে গতকাল এই দাবি করেন তিনি। নাজিম উদ্দিন রোডে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ এজলাসে শাহেদ নূর উদ্দিনের আদালতে মামলাটির বিচার চলছে। আজও শুনানি চলবে। ২৩ আগস্ট থেকে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করছে।

এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি উদ্ধৃত করে সৈয়দ রেজাউর রহমান বলেন, মুফতি হান্নানের বাড্ডার বাড়ি থেকে ওলামা লীগ পরিচয়ে সেদিন গ্রেনেড নিয়ে আওয়ামী লীগের মিছিলে ঢুকে পড়েছিল হামলাকারীরা।

সর্বশেষ খবর