বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

শাম্মী হত্যার তদন্তভার পিবিআইকে দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কল্যাণপুরে গৃহবধূ শাম্মী হত্যার তদন্ত কার্যভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এ মামলার ময়নাতদন্ত প্রতিবেদন পর্যালোচনার জন্য তিন সদস্যের বোর্ড গঠন করতে ঢাকা  মেডিকেল কলেজের অধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

৫ অক্টোবর ‘মাকে বাবা অনেক কষ্ট দিয়ে মেরেছে’ শিরোনামে শাম্মী হত্যা মামলা নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে মামলার তদন্ত নিয়ে থানা পুলিশের গড়িমসির অভিযোগের কথা বলা হয়। পত্রিকার এই প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী খুরশীদ আলম খান। পরবর্তীতে  হাই কোর্ট এ বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে রুল  জারি করে।

সর্বশেষ খবর