বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ফেনী মুক্তদিবস উদযাপন

ফেনী প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় গতকাল ফেনী মুুক্তদিবস উদযাপন করা হয়েছে। এদিন সকাল ১১টায়  ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতাযুদ্ধের ২নং সাব সেক্টর কমান্ডার কর্নেল (অব.) জাফর ইমাম বীর বিক্রম পতাকা উত্তোলন ও শপথ বাক্য পাঠ করিয়ে মুক্তদিবস উদযাপনের সূচনা করেন।

জেলা প্রশাসনের উদ্যোগে ও স্টার লাইন গ্রুপের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।

উদ্বোধনের সময় জাফর ইমাম বলেন, বঙ্গবন্ধু আমাদের লাল সবুজের পতাকা দিয়ে গেছেন। সেই লাল সবুজের পতাকার সম্মান রক্ষা করার দায়িত্ব এখন আমাদের।

সর্বশেষ খবর