সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

জয় বাংলা নিয়ে রুল শুনানি ১৮ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

জয় বাংলা স্লোগানকে ‘জাতীয় স্লোগান ও মূলমন্ত্র’ ঘোষণা করার বিষয়ে হাই কোর্টের জারি করা রুলের ওপর ১৮ জানুয়ারি শুনানির দিন ধার্য হয়েছে। জয় বাংলা নিয়ে রাষ্ট্রের  কোনো বক্তব্য থাকলে এ সময়ের মধ্যে তা জানাতে বলা হয়েছে। গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী বশির আহমেদ।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

এর আগে একটি রিটের শুনানি করে ৪ ডিসেম্বর জয় বাংলা স্লোগানকে ‘জাতীয় স্লোগান ও মূলমন্ত্র’  ঘোষণা করার নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ এ রিট করেন।

সর্বশেষ খবর