সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘ঢাকা উত্তর সিটির উপ-নির্বাচনে আইনি জটিলতা নেই’

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন নিয়ে আইনি জটিলতা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। এ নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে দুয়েকদিনের মধ্যে কমিশন বসবে। গতকাল সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নতুন ১৮টি ওয়ার্ড ডিএনসিসিতে যুক্ত হওয়ায় আনিসুল হকের উত্তরসূরি নির্বাচনের পথে আইনি জটিলতা দেখা দিতে পারে বলে অনেকের আশঙ্কার প্রেক্ষাপটে তিনি একথা জানান। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসন্ন ২৮ ডিসেম্বরের স্থানীয় সরকারের কিছু নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বৈঠক শেষে একথা বলেন সচিব।

এদিকে, ঢাকা উত্তর সিটির উপ-নির্বাচনে মেয়র প্রার্থী নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আওয়ামী লীগ-বিএনপি নিজের প্রার্থী নিয়ে ভাবনা চিন্তা করছেন।  

গত ৩০ নভেম্বর আনিসুল হক মারা যাওয়ার পর ১ ডিসেম্বর মেয়র পদটি শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। সেক্ষেত্রে ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৮ ফেব্রুয়ারির মধ্যে এ উপনির্বাচন করতে হচ্ছে ইসিকে। মেয়র পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর এখনো নির্বাচন কমিশন  কোনো আনুষ্ঠানিক বৈঠক করেনি। হেলালুদ্দীন সাংবাদিকদের প্রশ্নে বলেন, ১৮টি নতুন ওয়ার্ডে ভোট আয়োজনে স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদের অনুরোধ জানিয়ে রেখেছে। সেক্ষেত্রে এ নির্বাচন নিয়ে কোনো প্রতিবন্ধকতা নেই, নির্বাচন করতে আর কোনো জটিলতাও নেই। হেলালুদ্দীন বলেন, দুয়েকদিনের মধ্যে কমিশন বসবে। সিদ্ধান্ত হবে কী করা যায়- নির্বাচন কীভাবে করা হবে। এক প্রশ্নের জবাবে সচিব বলেন, কমিশন নিজেরা বসে প্রয়োজন মনে করলে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে আলোচনা করবে।

সর্বশেষ খবর