সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
বিএনপি স্থায়ী কমিটির বৈঠক

ডিএনসিসি নির্বাচন নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। এ নির্বাচনে কী ধরনের প্রার্থী মনোনয়ন দেওয়া প্রয়োজন, দলের ভিতরে কারা প্রার্থী হতে আগ্রহী এসব বিষয় আলোচনায় স্থান পেয়েছে। গতকাল রাত ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক ঘণ্টারও বেশি সময়ের এ বৈঠকে প্রধানমন্ত্রীর বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে ‘সহায়ক সরকার ও বিএনপির সঙ্গে আলোচনার সম্ভাবনা’ নাকচ করে দেওয়াসহ দলের সাংগঠনিক অবস্থা, দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার, তাদের বিরুদ্ধে মামলা-হামলাসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া বেগম খালেদা জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী উত্থাপিত ‘বিদেশে অর্থ পাচারের অভিযোগের’ বিষয়েও স্থায়ী কমিটির বেশ কজন সদস্য ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি দলের সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম জোরদার করাসহ আগামী দিনের কর্মসূচি নিয়েও আলোচনা হয় বলে জানা যায়।

সর্বশেষ খবর