মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল বাংলাদেশের ইশতেহার ঘোষণাকে স্মরণীয় করে রাখতে আজ প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। এ দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন আয়োজন করা হয়েছে। সকাল ৭টা ৩০ মিনিটে ধানমন্ডির-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শুরু হবে দিনব্যাপী আয়োজন। সকাল ৮টায় জাতীয় জাদুঘর প্রাঙ্গণে র‍্যালি অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে কনসার্টের মধ্য দিয়ে শেষ হবে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসের আয়োজন।

সর্বশেষ খবর