মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
ইমামদের প্রতি মেয়র খোকন

পরিচ্ছন্ন নগরী গড়তে মসজিদে বয়ান দিন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন পরিচ্ছন্ন নগরী গড়তে ইমাম, ওলামাদের সহযোগিতা চেয়েছেন। তিনি আলেম-ওলামাদের উদ্দেশে বলেন, ‘আপনারা মসজিদে বয়ান দেওয়ার সময় পরিচ্ছন্ন নগরী গড়তে মুসল্লিদের উদ্দেশে কথা বলবেন। আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে আমরা পরিচ্ছন্ন নগরী গড়তে পারব।’ গতকাল অফিসার্স ক্লাবে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ডিএসসিসির আওতাভুক্ত মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময়কালে মেয়র এসব কথা বলেন। সভায় ডিএসসিসির ৯৫০টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মসজিদ কমিটির সভাপতি উপস্থিত ছিলেন।

সাঈদ খোকন বলেন, আমাদের দুই বছরের প্রচেষ্টায় নগরীর উন্নতির চেষ্টা করেছি। আগে যেখানে ১০ শতাংশ স্ট্রিট লাইট জ্বলত না, সেখানে এখন ডিএসসিসির প্রতিটি অলি-গলিতে এলইডি বাতির আলো ঝলমল করছে। আমরা সার্বিকভাবে কাজ করার চেষ্টা করছি, সবার সহযোগিতায় আমরা পরিচ্ছন্ন নগরী গড়তে পারব। এ সময় কয়েকজন ইমাম মসজিদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করার জন্য মেয়রের প্রতি আহ্বান জানালে মেয়র বলেন, সব ধর্মীয় প্রতিষ্ঠান ট্যাক্সের আওতার বাইরে।

সর্বশেষ খবর