রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পরিকল্পনা সরকারের নেই: আমু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, সকল মাদ্রাসা সহ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন করার পরিকল্পনা এই মুহূর্তে সরকারের নেই। গতকাল সকালে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে মাদ্রাসা সহ সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবিতে বরিশালে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কেন্দ ীয় কমিটির সিনিয়র সহসভাপতি মো. নজরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী পটুয়াখালী-৩ আসনের এমপি আখম জাহাঙ্গীর হোসাইন, বরিশাল-২ আসনের এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ এবং বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যান ট্রাস্ট্রের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন উদযাপন কমিটির আহবায়ক মো. শান্ত ইসলাম।

 

সর্বশেষ খবর