সোমবার, ১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এ্যাপোলোয় বয়স্ক রোগীদের হাঁটুর সমস্যা নিয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

রোগ প্রতিরোধে গর্ভকালীন অবস্থা থেকেই মা ও শিশুর পুষ্টি বিষয়ে সচেতন থাকতে হবে। শিশুর শরীর ও মস্তিষ্কের গঠন শুরু হয় মায়ের পেটে থেকে। মা ও শিশুর প্রয়োজনীয় পুষ্টি চাহিদা মেটানো, জন্মের পর শিশুর পর্যাপ্ত খেলাধুলার ব্যবস্থা এবং সুস্থ বিকাশের পরিবেশ তৈরি করলে রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই জন্মের সময় থেকে সচেতনতা অবলম্বন করলে বয়স বাড়লে হাঁটুর সমস্যার মতো রোগ মোকাবিলা করার প্রয়োজন পড়বে না।

শনিবার রাজধানীর এ্যাপোলো হসপিটালসে বয়স্ক রোগীদের হাঁটুর সমস্যা ও ব্যবস্থাপনাবিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। তিনি আরও বলেন, মানুষের বয়স বাড়ার সঙ্গে হাঁটুর ব্যথা, কোমর ব্যথার মতো রোগ প্রকোপ আকার ধারণ করে। এসব রোগে আক্রান্ত হলে রোগী শয্যাশায়ী হয়ে পড়ে, ব্যাহত হয় তার স্বাভাবিক জীবনযাত্রা। এর সঙ্গে চিকিৎসায় প্রথমে মানবতাকে গুরুত্ব দিয়ে খরচ কমিয়ে আনার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এ্যাপোলো হসপিটালসের ভারপ্রাপ্ত পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. আরিফ মাহমুদের উপস্থিতিতে কর্মশালায় রোগীদের বিভিন্ন পরামর্শ এবং প্রশ্নের উত্তর দেন অর্থোপেডিক ও এ্যাপোলো নি সেন্টারের কোঅর্ডিনেটর ও সিনিয়র কনসালট্যান্ট ডা. এম আলী। কর্মশালায় আগত রোগীদের ফ্রি কনসালটেশনের ব্যবস্থা করা হয়।

সর্বশেষ খবর