শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ইসলামী আন্দোলনের সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

মাসব্যাপী দলের সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল ঢাকা মহানগরীর যাত্রাবাড়ীর কাজলায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সংগঠনের ৭৮টি সাংগঠনিক জেলার অধীনে সব শাখা একযোগে মাসব্যাপী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবে। ব্যক্তিগত ও গ্রুপভিত্তিক দাওয়াত এবং দাওয়াতি সভার মাধ্যমে এ মাসের কর্মসূচি পালন করা হবে।

দলের ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কে এম আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় পীর চরমোনাই বলেন, প্রচলিত রাজনীতি হলো ব্যক্তিস্বার্থ চরিতার্থের। পক্ষান্তরে ইসলামী রাজনীতি দলমতের ঊর্ধ্বে। ইসলাম সব ধর্ম, গোষ্ঠী, জাতি, দলমতনির্বিশেষে মানুষের কল্যাণে নিবেদিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দাওয়াত নিয়েই উপস্থিত হয়েছে।

সর্বশেষ খবর