শিরোনাম
শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সরকারের ঘরের মধ্যে কোন্দল শুরু হয়েছে

------ আলাল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল দলীয় নেতা-কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার ৮ ফেব্রুয়ারির রায়কে ঘিরে রাজপথে প্রস্তুত থাকতে হবে। আমাদের ভয় পেলে হবে না। সরকারের ঘরের মধ্যে কোন্দল শুরু হয়েছে।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান। সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহর সভাপতিত্বে সভায় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, নির্বাহী সদস্য নিপুণ রায় প্রমুখ বক্তব্য দেন।

আলাল বলেন, ৮ ফেব্রুয়ারির রায় ঘিরে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, খালেদা জিয়াকে বাইরে রেখে নির্বাচনের চিন্তা করা হয় তাহলে সরকারকে ছাড় দেওয়া হবে না। কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, নেতৃত্বদানকারী নেতারা যদি কারাগারে থাকেন তাহলে নিজেদের দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, যদি রায়ের দিন ঠিক থাকে তাহলে খালেদা জিয়া বেকসুর খালাস পেয়ে বের হয়ে আসবেন। আর যদি রায়ের দিন পরিবর্তন হয়, কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে নেতা-কর্মীদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আলাল আরও বলেন, আওয়ামী লীগ নিজেদের ফাঁদে নিজেরা পড়েছে। সরকারের ঘরের মধ্যে কোন্দল শুরু হয়েছে। এখন দুটি খবর সবসময় দেখা যায়। একটা সড়ক দুর্ঘটনা, অন্যটা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের মধ্যে সংঘর্ষ।

সর্বশেষ খবর