শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

দেশকে মধ্যযুগে নিয়ে যাওয়া হচ্ছে : ইমরান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের (৩২ ধারা) নামে দেশকে মধ্যযুগে নিয়ে যাওয়া হচ্ছে। যদি এ আইন কার্যকর হয়, তাহলে মধ্যযুগের সঙ্গে বাংলাদেশের কোনো পার্থক্য থাকবে না। গতকাল বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের উদ্যোগে ডিজিটাল নিরাপত্তা আইনবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন। ইমরান এইচ সরকার বলেন, আগেও ৫৭ ধারার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, তখনো আমরা বার বার বলেছি, এ ধারা সংবিধান পরিপন্থী।  তা বাদ দিয়ে ৩২ ধারা করা হচ্ছে। সেটাও কালাকানুন বললে ভুল হবে না।

এ আইনে যে বিচারিক ব্যবস্থা রাখা হয়েছে, তাতে যে কোনো সরকারি, আধা-সরকারি অথবা স্বায়ত্তশাসিত দফতরের ঘুষখোরের ছবি বা ভিডিও ধারণ করলেই তাকে ১৪ বছর জেল খাটতে হবে। আসলে এ আইন করার উদ্দেশ্য গণমাধ্যমের মুখ বন্ধ রাখা, দুর্নীতি-অনিয়মকে নির্বিঘ্ন করা।

গণজাগরণ মঞ্চের সংগঠক অ্যাডভোকেট জীবনানন্দ জয়ন্তের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ব্লগার বাকী বিল্লাহ, গণজাগরণ মঞ্চের সংগঠক আকরামুল হক, বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) সভাপতি শাহজান আলী সাজু প্রমুখ। 

সর্বশেষ খবর