রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার টোকেন চাঁদাবাজি বন্ধ করল প্রশাসন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার টোকেন ব্যবহার করে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় বন্ধ করে দিয়েছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। গতকাল সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার তিনটি পরিবহন স্ট্যান্ডে অভিযান চালিয়ে এই চাঁদাবাজি বন্ধ করে দেওয়া হয়। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, কাঞ্চন পৌরসভার টোকেন ব্যবহার করে সম্পূর্ণ অনৈতিকভাবে এশিয়ান হাইওয়ে, রূপসী-কাঞ্চন এবং কাঞ্চন-ছনপাড়া সড়কে চলাচলরত বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করা হতো বলে তার কাছে অভিযোগ ছিল। এ ব্যাপারে বার বার পৌরসভাকে সতর্ক করলেও তারা কর্ণপাত করেনি। সকালে কাঞ্চন পৌরসভার কালাদী, মায়ারবাড়ী ও চাঁন টেক্সটাইল স্ট্যান্ডে অভিযান চালালে চাঁদা আদায়কারীরা পালিয়ে যায়। পরে তিনি ওই স্ট্যান্ডগুলোতে পরিবহন চলাচল উন্মুক্ত করে দেন। একই সঙ্গে তিনি পৌর সচিব এ টি এম নুরে আলম সিদ্দিকীকে সতর্ক করেন।জানা যায়, পৌরসভা থেকে ইজারা নিয়ে কালাদী স্ট্যান্ডের রূপসী-কাঞ্চন মহিলা লীগ নেত্রী শামসুন্নাহার নীলা, ছনপাড়া-চাঁন টেক্সটাইল সড়কে যুব মহিলা লীগ নেত্রী মিনারা বেগম ও ফেরদৌসী বেগম এবং এশিয়ান হাইওয়ে সড়কে আওয়ামী লীগ নেতা ইসলাম উদ্দিন দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছিলেন। হাতে লাঠিসোটা নিয়ে অনেক সময় পরিবহন চালকদের নির্যাতন করে এই চাঁদা আদায় করা হতো বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ খবর