রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মাদকসহ হাসপাতাল কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ধানমন্ডির একটি হাসপাতালে অভিযান চালিয়ে মাদকসহ এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। গ্রেফতার কর্মকর্তার নাম আবদুল গফুর। তিনি হাসপাতালের সুপারভাইজার। গতকালের এ অভিযানে তার কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ডিএনসি ঢাকা মেট্রো-উত্তরের সহকারী পরিচালক খোরশিদ আলম জানান, গফুরের বিরুদ্ধে মাদক আইনে ধানমন্ডি থানায় মামলা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর ডিএনসি বিশেষ অভিযানে নেমেছে। এ সময় রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ মাদকসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ বোতল ফেনসিডিল, ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ২১ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়েছে। মহানগরীর মাদকপ্রবণ এলাকায় এ অভিযান জোরদার করা হয়েছে।

১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৫ : গতকাল বিকালে উত্তরার গরিবে নেওয়াজ সড়কের ৩৫ নম্বর বাসায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন এনায়েত করিম মিঠু, রাব্বি, তন্ময়, রিপন ও ফরিদ। তাদের জিজ্ঞাসাবাদের পর সোফার কুশনের ভিতর, মোটরসাইকেলের হেলমেটের ভিতরে, ময়লার ঝুড়িসহ বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ইয়াবাগুলো পাওয়া যায়। তারা গার্মেন্ট ব্যবসার কথা বলে ওই বাসাটি ভাড়া নিয়েছিলেন বলে জানিয়েছেন ডিএনসি কর্মকর্তা খোরশিদ আলম।

সর্বশেষ খবর