বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মুক্তিযোদ্ধাদের জন্য এমপি কোটা চেয়ে হাই কোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে ও স্থানীয় সরকারে প্রতিনিধিত্ব করতে মুক্তিযোদ্ধাদের জন্য ১০ ভাগ কোটা সংরক্ষণের নির্দেশনা চেয়ে হাই কোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় কুমিল্লার বরুড়া শিক্ষা ও মানবকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আরিফুর রহমান মজুমদার এ রিট দায়ের করেন। তিনি সাংবাদিকদের বলেন, মুক্তিযোদ্ধাদের স্বার্থ রক্ষা ও তাদের সুযোগ-সুবিধার বিষয়ে আইন প্রণয়ন জরুরি। মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা মন্ত্রণালয় রয়েছে। কিন্তু সংসদে ও স্থানীয় সরকারে কোটা ভিত্তিতে তাদের কোনো প্রতিনিধিত্ব নেই।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

সর্বশেষ খবর