বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সন্তানদের নিয়ে মুক্তিযোদ্ধারা আজ রাজপথে থাকবেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় নিয়ে নৈরাজ্যের আশঙ্কায় সারা দেশের মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা আজ রাজপথে সতর্ক অবস্থানে থাকবেন। বিএনপি ও জামায়াত ক্যাডাররা বিশৃঙ্খলা, অরাজকতা সৃষ্টি করতে চাইলে তা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন তারা। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে গঠিত জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির নির্বাহী চেয়ারম্যান হারুন অর রশীদের সভাপতিত্বে বক্তব্য দেন মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, আলহাজ শরীফ উদ্দিন, আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক, ভাইস চেয়ারম্যান মো. আবদুল হাই ও মো. মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক কমান্ডার মোশাররফ হোসেন, যুগ্মমহাসচিব আবুল খায়ের, নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা খেতাবপ্রাপ্ত যুদ্ধাহত কমান্ডের চেয়ারম্যান মাহমুদ পারভেজ জুয়েল, ঢাকা মহানগরী কমান্ডার আলহাজ আমির হোসেন মোল্লা, ফরিদপুর জেলা কমান্ডার আবুল ফয়েজ, টাঙ্গাইলের কাজী আশরাফ হুমায়ুন বাঙাল, বান্দরবানের আবদুল জলিল, মো. সিদ্দিক মোল্লা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।

সর্বশেষ খবর