বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শাবির উন্নয়ন বাজেটে সন্তুষ্ট নয় শিক্ষামন্ত্রী

শাবি প্রতিনিধি

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘শাবির অবকাঠামো উন্নয়ন বাজেট নিয়ে আমি নিজেই সন্তুষ্ট নই। আমি ভিসিকে অনুরোধ করব— একটা মহাপরিকল্পনা তৈরি করার জন্য। এ অনুসারে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম চলবে।’ গতকাল বিকাল ৩টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে এ কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। শিক্ষামন্ত্রী এ সময় আরও বলেন, ‘আমরা জ্ঞান রপ্তানি করব, আমরা প্রযুক্তিও রপ্তানি করব। আমাদের তরুণ প্রজন্ম আধুনিক জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা দ্বারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। ওরিয়েন্টেশনে সিএসই বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তী ও বিএমবি বিভাগের প্রভাষক খন্দকার আতকিয়া ফারিহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস প্রমুখ।

সর্বশেষ খবর