বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আদ-দীন হাসপাতালে বিনামূল্যে প্রস্টেটজনিত চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মগবাজারে আদ-দীন হাসপাতালে বিনামূল্যে পুরুষের প্রস্টেটজনিত প্রস্রাবের সমস্যায় মূত্রথলি ও মূত্রনালির অপারেশন সেবা দেওয়া হবে। ১০ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দরিদ্র রোগীদের এ সেবা দেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আদ-দীন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আফিকুর রহমানের নেতৃত্বে একটি মেডিকেল টিম রোগীদের এই সেবা প্রদান করবে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত হাসপাতাল বহির্বিভাগের পঞ্চম তলায় রোগী দেখা হবে। এরপর অপারেশনের জন্য রোগী বাছাই করে ভর্তি করা হবে। রোগী বাছাই ও ভর্তি কার্যক্রম সেবা চালু থাকবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বাছাইকৃত রোগীদের অপারেশন ও পরীক্ষা-নিরীক্ষার খরচ হাসপাতাল বহন করবে। শুধু ওষুধের খরচ বহন করতে হবে রোগীদের। গত বছরও ফেব্রুয়ারিব্যাপী এ সেবা প্রদান করা হয়। সেখানে প্রায় ৪০০ রোগীকে এ সেবা দেওয়া হয় এবং ১০০ জনের অপারেশন সম্পন্ন হয়।

সর্বশেষ খবর