শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

কারিগরি শিক্ষার বিকল্প নেই : আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ব্যবহারিক পর্যায়ে কারিগরি শিক্ষার গ্রহণযোগ্যতা ও অবস্থান উন্নয়নে বর্তমান সরকার ঐকান্তিকভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে সিটি  মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, বাংলাদেশকে বিশ্বদরবারে একটি উন্নত রাষ্ট্রের পর্যায়ে উন্নীত করতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।

গতকাল সকালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত পুনর্মিলনী ও সম্মেলনে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যাপক মো. নুরুল কবীর।

বিশেষ অতিথি ছিলেন আইডিইডি সাধারণ সম্পাদক প্রকৌশলী শামসুর রহমান, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ রুহুল আমিন, প্রকৌশলী দেওয়ান মাকসুদ, রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুচ সবুর, প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ শওকতুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ নুরুল হক প্রমুখ।

সর্বশেষ খবর