রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
মতবিনিময় সভায় বক্তারা

নগর পরিকল্পনায় সমন্বিত উদ্যোগ জরুরি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের উন্নয়নে সঠিক পরিকল্পনা প্রণয়ন ও দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি জোর তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদ ও নগর বিষয়ক সাংবাদিকরা। তারা বলেন, বর্তমানে দেশ জুড়ে যে নির্মাণযজ্ঞ চলছে, তা অনেক ক্ষেত্রেই অপরিকল্পিত। উপযুক্ত পরিকল্পনার অভাবেই ঢাকা শহর বসবাসের অযোগ্য নগরীতে পরিণত হয়েছে। এখনই এ ব্যাপারে সোচ্চার না হলে রাজধানীর মতো পুরো দেশও ইট-কংক্রিটের জঞ্জালে পরিণত হয়ে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। অপরিকল্পিত প্রকল্প বন্ধ করে সঠিক পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে সরকারের ওপর চাপ সৃষ্টি করা প্রয়োজন। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ও নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ আয়োজিত ‘নগর উন্নয়ন পরিকল্পনায় সাংবাদিকতার ভূমিকা’ শীর্ষক পরিকল্পনা সংলাপে এমন অভিমত দেন বক্তারা। গতকাল রাজধানীর বাংলামোটর সংলগ্ন প্ল্যানার্স টাওয়ারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিআইপির সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খানের সঞ্চালনায় সংলাপে সভাপতিত্ব করেন বিআইপির সহসভাপতি অধ্যাপক আখতার মাহমুদ। অনুষ্ঠানে মূল ধারণাপত্র উপস্থাপন করেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার তৌফিক আলী। সভায় বক্তব্য রাখেন বিআইপির সাবেক সভাপতি অধ্যাপক গোলাম রহমান, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি অমিতোষ পাল, সাধারণ সম্পাদক মতিন আবদুল্লাহ প্রমুখ।

সর্বশেষ খবর