মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
ফারমার্স ব্যাংক নিয়ে সংবাদ

স্পিকারের হস্তক্ষেপ চান মহীউদ্দীন আলমগীর

নিজস্ব প্রতিবেদক

ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় ঋণ দিয়ে কমিশন নেওয়ার খবর অস্বীকার করে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীর বলেন, বিভিন্ন গণমাধ্যমে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ কল্পনাভিত্তিক ও অনুমাননির্ভর। তাই এ বিষয়ে স্পিকারের কাছে হস্তক্ষেপ চান তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের গতকালের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে তিনি ফ্লোর নেন। পত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংক থেকে এসব তথ্য পাওয়া গেছে বলে যে দাবি করা হয়েছে, এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের কেউ এসব তথ্য বাইরে প্রকাশ করতে পারবেন না। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এ ব্যাপারে অনুশাসন দেবেন। মহীউদ্দীন খান আলমগীর বলেন, ব্যক্তিগতভাবে আমার নাম করে বলা হচ্ছে গ্রাহকদের কাছে ঋণ বিতরণের আগে কমিশন নিয়েছি। এত বড় অসত্য কথার সম্মুখীন আমি আমার ৭৭ বছরের বয়সে হইনি। আমি শিল্প ব্যাংকের ব্যবস্থাপনায় ছিলাম, কৃষি ব্যাংকের সভাপতি ছিলাম, শিল্প ঋণ সংস্থার সভাপতি ছিলাম। এমনকি জেদ্দায় অবস্থিত ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের নির্বাহী পরিচালক ছিলাম। আমার কার্যকলাপ সম্পর্কে এ ধরনের কোনো উদাহরণ বা কোনো অপবাদ কেউ কোনো দিন উপস্থাপন করতে পারেনি।

 এই অভিযোগের বিপরীতে ফারমার্স ব্যাংকে রক্ষিত আমার ব্যাংক হিসাবের পুরো অংশ নিয়ে এসেছি। এই অংশে কেউ কোথাও প্রমাণ করতেই পারবে না কোনো ঋণগ্রহীতার তরফ থেকে আমার হিসাবে কোনো অর্থ এসেছে। হিসাব বিবরণীটি তিনি স্পিকারের কাছে উপস্থাপনও করেন।

সর্বশেষ খবর