বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশ প্রতিদিন সম্পাদকের বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ অব্যাহত

প্রতিদিন ডেস্ক

দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে মামলার প্রতিবাদ ও নিন্দা অব্যাহত রয়েছে। বরেণ্য সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে লালমনিরহাটের এমপি মোতাহার হোসেন আবারও দুটি মামলা করায় তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন জেলার স্থানীয় সংবাদপত্রের সম্পাদক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— রংপুর : দেশবরেণ্য সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামসহ অন্যান্য সাংবাদিকের বিরুদ্ধে লালমনিরহাটের এমপি মোতাহার হোসেন আবারও দুটি মামলা করায় তীব্র নিন্দা জানিয়েছেন রংপুরের স্থানীয় বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। পৃথক বিবৃতিতে গতকাল তারা হয়রানিমূলক এ মামলা অবিলম্বে প্রত্যাহারেরও দাবি জানান। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন দৈনিক দাবানলের সম্পাদক সাবেক এমপি খন্দকার গোলাম মোস্তফা বাটুল, রংপুর প্রেস ক্লাবের সভাপতি সদরুল আলম দুলু, সাধারণ সম্পাদক রশীদ বাবু, সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ পিয়াল, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি হালিম আনছারী, সাধারণ সম্পাদক শাহ্ বায়েজিদ আহমেদ, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আবদুল আজিজ চৌধুরী সাঈদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল, মাহীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবলু নাগ, সাধারণ সম্পাদক হাসেম আলী প্রমুখ। মেহেরপুর : বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে আবারও মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মেহেরপুর জেলা প্রেস ক্লাব। গতকাল দুপুর ১২টায় মেহেরপুর জেলা প্রেস ক্লাবে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন সহসভাপতি ও প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি মাহাবুব চান্দ, সাধারণ সম্পাদক কালের কণ্ঠের ইয়াদুল মোমিন, যুগ্মসম্পাদক মাহাবুবুল হক পোলেন প্রমুখ।

 অর্থ সম্পাদক ও চ্যানেল নাইনের আবু নাসের চৌধুরী, বাসসের দিলরুবা খাতুন, মানবকণ্ঠের মুজাহিদ মুন্না, দেশ তথ্যের মিজানুর রহমান, মাটির ডাকের মুহাম্মদ মহাসিন, মানবজমিন ও এশিয়ান টিভির আক্তারুজ্জামান, দৈনিক পশ্চিমাঞ্চলের ডি এম মুকিদ, ভোরের পাতার সাঈদ হোসেন, দৈনিক দিনের খবরের এ সিদ্দিকী শাহীন প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা দেশবরেণ্য সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে আবারও লালমনিরহাটের মামলাবাজ সংসদ সদস্য মোতাহার হোসেনের উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মামলার নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না তেমনি মামলা দিয়ে নিজেদের অপকর্ম লুকানো যায় না। প্রতিবাদ সভায় সংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দ্রুত সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর