বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
ব্রাহ্মণবাড়িয়া-৬

মনোনয়নপ্রত্যাশী মোস্তফা কামালের মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মোস্তফা কামাল গতকাল স্থানীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি তার মনোনয়ন প্রত্যাশার বিষয়টি জানিয়ে বলেন, বাঞ্ছারামপুরের মানুষ পরিবর্তন চায়। শুধু একজন সৎ, আদর্শ ও নিষ্ঠাবান নেতার নেতৃত্বের অভাবে বাঞ্ছারামপুর পিছিয়ে যাচ্ছে। পিছিয়ে যাওয়ার জন্য রাজনীতি দায়ী নয়। দায়ী উপজেলায় সঠিক নেতা ও নেতৃত্বের অভাব। তিনি আরও বলেন, তিনি উপজেলার রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবেন। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অংশগ্রহণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।

গোলাম মোস্তফা বর্তমানে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। তিনি সদর ইউনিয়নের আলীপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। তিনি ১৯৭৬ সালে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক, ১৯৭৯ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ১৯৭৯-৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন। পরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়েছেন। তিনি ১৯৮৮ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ছিলেন। মনোনয়ন পাওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সম্ভাব্য প্রার্থী হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করছেন।

মতবিনিময়কালে তার বিপুলসংখ্যক কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর