রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জিয়া নিজেকে ঘোষক দাবি করেনি : ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, মেজর জিয়াউর রহমান নিজেকে কোনোদিন স্বাধীনতার ঘোষক দাবি করেননি। অথচ তার দল তাকে ঘোষক বলে দাবি করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে। স্বাধীনতার ঘোষণা দেওয়ার ম্যান্ডেট বাঙালি জাতি একমাত্র বঙ্গবন্ধুকেই দিয়েছিল। আর ৭ মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণার কোনো কিছুই বাকি ছিল না। তারপরও ২৫ মার্চ দিবাগত রাতে তিনি স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেন। এটাই ঐতিহাসিক সত্য।

রাজধানীর জাতীয় জাদুঘরে ‘শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু : মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশ ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

 মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিরোধ মঞ্চের সভাপতি  অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সংসদীয় কমিটির সভাপতি ডা. আ. ফ. ম. রুহুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. এনায়েত করিম, সাবেক এমপি ইমদাদুল হক প্রমুখ।

সর্বশেষ খবর