রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জাটকা সংরক্ষণে সাঁড়াশি অভিযান

—মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, জাটকা সংরক্ষণে দেশব্যাপী সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে। পাশাপাশি পালন করা হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৮। চলবে আগামী ২ মার্চ পর্যন্ত। গতকাল মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মেদিনী মণ্ডল ইউনিয়নে মৎস্য অধিদফতর আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এবারের জাটকা সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে— ‘জাটকা ধরে করব না শেষ, বাঁচাও জেলে হাসবে দেশ’। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সেগুফতা ইয়াসমিন এমিলি, মন্ত্রণালয়ের সচিব রইছ-উল আলম মণ্ডল ও মহাপরিচালক (ভারপ্রাপ্ত) সৈয়দ আরিফ আজাদসহ মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারা। এরপর পদ্মা নদীতে নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আরও বলেন, জাটকা সংরক্ষণে কারেন্ট ও বেহন্দি জাল নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি এসব জাল যাতে কোনো অসাধু চক্র ব্যবহার করতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানও চলবে। মন্ত্রী বলেন, মাছ রপ্তানিতে আমাদের আয়ও বেড়েছে। চলতি ২০১৭-১৮ অর্থবছরের জুলাই-জানুয়ারি মেয়াদে হিমায়িত ও জীবিত মাছ রপ্তানিতে আয় হয়েছে ৩৫ কোটি ৩৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ২ হাজার ৯৩৯ কোটি টাকা। এই অর্থ চলতি বছরের মোট লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ দশমিক ৯ শতাংশ বেশি।

এ ছাড়া অর্থবছরের প্রথম ৭ মাসে শুধু চিংড়ি রপ্তানিতে আয় হয়েছে ২৯ কোটি ৩৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। মোট হিমায়িত ও জীবিত মাছ রপ্তানি আয়ের ৮৩ দশমিক ৯৮ শতাংশ। এর আগে ২০১৬-১৭ অর্থবছরে হিমায়িত ও জীবিত মাছ রপ্তানিতে আয় হয়েছিল ৫২ কোটি ৬৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। চলতি অর্থবছরে এ খাতের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে প্রথম ৭ মাসে ৩০ কোটি ৪৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার আয়ের রপ্তানি লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে ৩৫ কোটি ৩৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

সর্বশেষ খবর